ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরায় কোস্টগার্ড স্টেশন তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
মনপুরায় কোস্টগার্ড স্টেশন তুলে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার মনপুরা উপজেলার ঢালচরে (চর ডেমপেয়ার) কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার (সিসিএমসি) ও অস্থায়ী কোস্টগার্ড স্টেশন প্রত্যাহার করে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় উপজেলার তুলাগাজীর তালুক ও চর ডেমপিয়ার গ্রামে মানুষ পুনরায় স্টেশন ও সিসিএমসি দেওয়ার দাবি জানিয়ে এ মানববন্ধন করেন।


 
এলাকাবাসীর দাবি, কোস্টগার্ডের নিরাপত্তা বেস্টনি থাকায় গত ১২ মাসে এই এলাকায় জেলে অপহরণ ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেনি।
 
কোস্টগার্ডের কারণে মেঘনার দস্যু ও ডাকাত চক্রের হাত থেকে তারা রক্ষা পেয়ে আসছিলেন। কিন্তু সেন্টার দু’টি প্রত্যাহার করে নেওয়ায় এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দুপুরে চর ডেমপিয়ার ও তুলাগাজীর তালুক গ্রামের শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে মেঘনা পাড়ে অবস্থান করে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এতে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম হাওলাদার, ইউপি সদস্য মাহাবুবুর ইসলাম নিক্সনসহ স্থানীয় জেলে ও কৃষকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।

তুলাগাজীর তালুক গ্রামের রফিক মাঝি, এরশাদ মাঝি ও ছিদ্দিক মাঝি বলেন, গত বছর কোস্টগার্ডের অস্থায়ী ক্যাম্প ও টহল থাকায় নৌ ডাকাতি কমে যায়।

এর আগে ঢালচরসহ সমগ্র উপকূলে ডাকাতের কারণে নদীতে মাছ শিকারে যেতে পারতেননা জেলেরা। কিন্তু ক্যাম্প তুলে নেওয়ায় আবারও হাজারো জেলে অসহায় হয়ে পড়েছেন। এখন জেলেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

জেলে বধূ রোজিনা ও আকলিমা বলেন, নদী থেকে উঠে এসে ডাকাতরা নারীদের ধরে নিয়ে নির্যাতন করতো। তাদের কারণে অনেক নারী এলাকা ছেড়ে চলে যায়। এ কারণে সরকারের পক্ষ থেকে কোস্টগার্ড স্টেশন স্থাপন করা হয়। খুব শিগগিরই সিসিএমসি স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই এসব সেন্টার উঠিয়ে নেওয়ায় নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছেন। তাই পুনরায় ঢালচরে কোস্টগার্ডের স্টেশন স্থাপন করা প্রয়োজন।

মনপুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী বলেন, জেলে ও কৃষকদের নিরাপত্তাসহ এ অঞ্চলের মানুষের কথা বিবেচনা করে সিসিএমসি স্থাপনের আশ্বাসে জমি দান করেছি, কিন্তু একটি মহল নিজেদের স্বার্থে সিসিএমসি অন্যত্র সরিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে। সিসিএমসি পুনরায় চালু করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এ ব্যাপারে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাওসার আলম বলেন, মন্ত্রণালয় ও কোস্টগার্ডের সদর দপ্তরের সিদ্ধান্তে সিসিএমসি ও অস্থায়ী স্টেশন তুলে নেওয়া হয়েছে। জনবল সংকট থাকায় এ মুহূর্তে স্টেশন হচ্ছেনা। তবে পরবর্তীতে সরকারের সিদ্ধান্ত হলে সেখানে আবার ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।