মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জ-মোল্লাপাড়ায় ধলেশ্বরীর শাখা নদীতে ডুবে সুমাইয়া আক্তার মণি (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় হারুন মিয়ার মেয়ে সুমাইয়া শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, সুমাইয়া বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বান্ধবীদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫