ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের গোবিনগর গ্রামে চাঞ্চল্যকর পাঁচ খুনের মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সিরাজুল, আব্দুস সাত্তার, মানিক, বারেক, আজিজুল, ফজলুল করিম, সফুর উদ্দিন, নূর মোহাম্মদ, কাশেম, হক মিয়া, আবু তাহের ওরফে নকুল, রমজান ও আবুল খায়ের।
এর মধ্যে সাত্তার পলাতক রয়েছেন। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন ওরফে জসু ও আব্দুর রাজ্জাক। এর মধ্যে রাজ্জাক পলাতক। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।
সরকার পক্ষের আইনজীবী সঞ্জীব কুমার সরকার জানান, ১৯৯৭ সালের ৯ মে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবিনগর গ্রামে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ ভাই-ভাতিজা আব্দুল মোতালেব, আব্দুর রশিদ, শাহজাহান, নুরুল ইসলাম ও আলমগীরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
হত্যা শেষে দু’জনের লাশ আগুনে ফেলে এবং নয়টি ঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় পরদিন নিহত আব্দুল মোতালেব ও নুরুল ইসলামের ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ১০৭ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ১৯৯৮ সালের ১৯ মার্চ গৌরীপুর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর হোসেন ১০৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ অভিযোগ সমর্থনে ৩২ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন।
পরে পাঁচ খুনের ১৮ বছর পর বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ড. মোহাম্মদ আমির উদ্দিন এ রায় ঘোষণা করেন। বাকিদের বেকসুর খালাস দেন।
১৩ জনের যাবজ্জীবন দণ্ডের এ রায়ে তাদের স্বজনরা আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন।
কাঁদতে কাঁদতে আজিজুলের ছেলে আনারুল জানান, আমার বাবা দিনমজুর ছিলেন। আমার বাবাসহ সাজাপ্রাপ্তরা ঘটনাস্থলে ছিলেন না। তারা নির্দোষ। আমরা ন্যায়-বিচার বঞ্চিত হয়েছি।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫