ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সিরাজগঞ্জ গৃহবধূকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ: স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় সিরাজগঞ্জে আঁখি খাতুন নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের চর মালশাপাড়া কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

 
 
আঁখি খাতুন শহরের বিয়ারা ঘাট এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। তিনি চরমালশাপাড়া মহল্লার মনিরুল ইসলামের স্ত্রী।
 
নিহতের মা নাজমা বেওয়াসহ স্বজনদের অভিযোগ, ৩/৪ বছর আগে শহরের চর মালশাপাড়া মহল্লার ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলামের সঙ্গে আঁখির বিয়ে হয়। বিয়ের পরে ওই এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মনিরুল। এতে বাধা দেওয়ায় আঁখিকে মাঝে-মধ্যেই মারপিট ও নির্যাতন করতেন তিনি।  
 
এর জের ধরে বুধবার দুপুরে মনিরুল আঁখিকে হত্যা করে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ স্বজনদের।  
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
ময়নাতদন্ত ছাড়া ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।