নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ইয়াকুব নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-সোনাইমুড়ি উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে মো. বেলায়েত হোসেন সাহাবউদ্দিন, একই গ্রামের আলমগীর হোসেন মাস্টারের ছেলে মো. শাহজাহান মিরাজ হিরণ, মৃত বসু সিকদারের ছেলে জাহাঙ্গীর আলম ও আবদুল ওয়াদুদ অদু মিয়ার ছেলে নুরুল ইসলাম নুরনবী। এদের মধ্যে জাহাঙ্গীর ও নুরনবী পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, ইয়াকুব নামে এক যুবক ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালাতেন। তার বাড়ি নাঙ্গলকোট থানার মেরকোট গ্রামে।
২০১১ সালের ১৮ এপ্রিল সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাত্রীবেশে ওই চারজন চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। টের পেয়ে স্থানীয় লোকজন অটোরিকশাসহ সাহাব উদ্দিন ও হিরণকে আটক করে। এসময় নুরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামে অপর দুই ছিনতাইকারী পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় চালক ইয়াকুবকে উদ্ধার করে ইনসাফ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দিন অটোরিকশার মালিক মো. হুমায়ূন কবির বাদী হয়ে ওই চারজনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এটিএম মহিব উল্লাহ (পিপি)। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫