ভোলা: ভোলার দৌলতখান উপজেলার মেঘনা থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চরপাতা ইউনিয়নের কিল্লারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়রা মেঘনায় একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশটি সম্প্রতি পদ্মায় ডুবে লঞ্চের যাত্রী হতে পারে বলে পুলিশের ধারণা।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫