রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) নিয়ে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্বার্থ সংরক্ষণ সহায়ক পরিষদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি)দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পরিষদ সদস্যরা এ মানববন্ধন করেন।
রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং বেরোবির স্বার্থ সংরক্ষণ সহায়ক পরিষদ সদস্য ইদ্রিস আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নিথুরাম অধিকারী, অ্যাডভোকেট দিলশাদ হোসেন মুকুল, নবী উল্ল্যাহ পান্নু, ওবায়দুল ইসলাম ময়না প্রমুখ।
বক্তারা বলেন, রংপুরের জনগণের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বিষ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পরিবহন ব্যবস্থা ও শিক্ষার্থীদের কলরবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ যখন মুখরিত, ঠিক তখনই এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়য়ন্ত্র শুরু হয়েছে।
শিক্ষকদের দুই পক্ষের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে বলেও উল্লেখ করেন তারা।
মানববন্ধনে পাঁচটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু, ছাত্রদের হল চালু, বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত পদস্থ কর্মকর্তা (প্রা-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরীক্ষা নিয়ন্ত্রকের পদে নিয়ম অনুযায়ী নিয়োগ দান) এবং কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫