ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সহিংসতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সহিংসতার প্রতিবাদে রাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: ‘সহিংসতার আগুনে পুড়ছে দেশ, রুখে দাঁড়াও বাংলাদেশ- স্লোগানকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও মানুষ হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়েব পোর্টাল নাগরিক কণ্ঠ’র উদ্যোগে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ বর্তমানে চরম ভোগান্তিতে রয়েছে। দেশের রাজনৈতিক দলগুলো হরতাল-অবরোধের নামে বাস-ট্রাক ও ট্রেনে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বক্তারা।

মানববন্ধন থেকে সব ধরনের রাজনৈতিক সহিংসতা ও পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করা এবং রাষ্ট্রের প্রতি নাগরিকদের নিরপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

নাগরিক কণ্ঠের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক জোবাইদা জ্যোতির সঞ্চালনায় মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয়শ্রী ভাদুড়ি, পোর্টালের কর্মী আলী হুসাইন মিঠু প্রমুখ।

ওয়েব পোর্টাল নাগরিক কণ্ঠ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।