ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

২৮ মার্চ থেকে মুক্তিযোদ্ধা বাছাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
২৮ মার্চ থেকে মুক্তিযোদ্ধা বাছাই

ঢাকা: উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা বাছাই শুরু হবে আগামী ২৮ মার্চ। পরবর্তীতে ৪ এপ্রিল ও ১১ এপ্রিল দেশের বিভিন্ন উপজেলায় মুক্তিযোদ্ধা বাছাই করা হবে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের গজনবী রোডের অফিসে কাউন্সিলের ২৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির জন্য আবেদন করেছেন তাদের নিজ নিজ উপজেলায় এ বাছাই অনুষ্ঠিত হবে।

কোন উপজেলায় কবে বাছাই কার্য শুরু হবে তা পরবর্তীতে গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

সভায় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক চিফ হুইপ আব্দুস শহীদ, মোতাহার হোসেন, সাবেক সচিব রশিদুল আলম, মেজর (অব.) ওয়াকার হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শ্যামা পদ দে প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫, আপডেট ১৮৩২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।