ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
না’গঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।



গণধর্ষণের শিকার গৃহবধূর মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের শান্তিনগর এলাকার ২৫ বছর বয়সী ওই গৃহবধূকে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে মঙ্গলবার রাতে ৭/৮জন যুবক মিলে ধর্ষণ করেন।

এ ঘটনায় মঙ্গলবার রাতেই গৃহবধূ বাদী হয়ে জাহাঙ্গীর, সুজন, হালিম, সোহাগ, ছিদ্দিক, মনা, আলমকে আসামি করে মামলা দায়ের করে। পরে পুলিশ বুধবার সকালে সুজন, হালিম ও সোহাগকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।