ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জেএমবি সদস্য এমদাদ ৩দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
জেএমবি সদস্য এমদাদ ৩দিনের রিমান্ডে

ময়মনসিংহ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশের(জেএমবি) তালিকাভুক্ত সদস্য এমদাদুল হক উজ্জলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলার আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব এ রিমান্ড মঞ্জুর করেন।



ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা জানান, গত ৩০ জানুয়ারি ভোরে ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা বেলতলী ব্রিজ এলাকা থেকে এমদাদুল হক-কে আটক করে পুলিশ।

এ সময় তার পাঞ্জাবির পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৩টি ককটেল উদ্ধার করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনে উজ্জলের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

এ মামলায় আদালতের কাছে ৩দিনের রিমান্ড আবেদন করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুনানি শেষে বিচারক ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।