ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কে এই অসহায় বৃদ্ধা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
কে এই অসহায় বৃদ্ধা!

সাভার (ঢাকা): গুরুতর আহত শাহারজান নামের পরিচয়হীন এক অসহায় বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

পথদুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে এই বৃদ্ধা বর্তমানে এনাম মেডিকেলের নিবিড় পরিচর্য‍া কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।



মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত এই বৃদ্ধাকে চিকিৎসার জন্যে এনাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায় পুলিশ।

সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিজের নাম শাহারজান ছাড়া আর কিছুই বলতে বা মনে করতে পারছেন না তিনি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. রেজাউল হক বাংলানিউজকে বলেন, বৃদ্ধা মাথায় গুরুতর আঘাত নিয়ে চিকিৎসাধীন। ঠিকানা না থাকায় তার স্বজনদের খবর দেওয়া যাচ্ছে না।

সংকটাপন্ন এই রোগীর স্বজনদের খোঁজে গণমাধ্যমের সহায়তা কামনা করেছে কর্তৃপক্ষ।

এনাম মেডিকেল কলেজ  হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় আমরা তার স্বজনদের খবর দিতে পারছি না। নিশ্চয় তার পরিবারের স্বজনরা কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।