ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে অগ্নি নির্বাপক মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রংপুরে অগ্নি নির্বাপক মহড়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে মহড়া দিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রংপুর ট্রাক টার্মিনালে ৭-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বর্ডার গার্ড বাংলাদেশে-বিজিবি’র একটি ব্যাটালিয়ন) রংপুরের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মহাসড়কগুলোতে যানবাহনে বোমা, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব পরিস্থিতি মোকাবেলা করতেই এ মহড়ার আয়োজন করে ৭-বর্ডার গার্ড ব্যাটালিয়ন রংপুর।  

অনুষ্ঠানে বক্তব্য দেন ৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রংপুরের পরিচালক লে. কর্নেল এসএম শামছুল মুহিত, রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাস, রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপিএম।

মহড়ায় উপস্থিত ছিলেন পরিবহন মালিক শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।