ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ১০

স্টাফ করেসপরেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ভারত থেকে ফেরার সময় বেনাপোলে আটক ১০

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ১০ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় সীমান্তের বেনাপোল-গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক হয়।

আটক ব্যক্তিরা হলেন-খুলনার তেরখাদা এলাকার আবুল কাসেমের ছেলে আব্বাস আলী (২২), নড়াইলের লোহাগড়া এলাকার রাকিবুল মোল্লার স্ত্রী শিলা খাতুন (৪০), মুসলিমা খাতুন (৫), রাকিবুল মোল্লা (৫০), নড়াইলের কালিয়া এলাকার মতি শেখের ছেলে ছিদ্দিক শেখ (৪৫), লতিফ গাজির ছেলে রনি গাজি (৩৮), রনি গাজির ছেলে মাহফুজ গাজি (৭), মহসিন শেখের ছেলে রহমত আলী (৩৮), ইলিয়াস মোল্লার ছেলে খায়রুল মোল্লা (৩৫) ও ছিদ্দিক মোল্লার স্ত্রী জেসমিন আক্তার (৩৫)।
  
বিজিবি  জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের  মাধ্যমে জানতে পারে ভারত থেকে একদল নারী-পুরুষ ও শিশু অবৈধভাবে দেশে আসছে। এ সংবাদের ভিত্তিতে  সীমান্তে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।