মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের একটি আমবাগানের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ওসি জানান, জোড়পুকুরিয়া গ্রামের হবিবুর রহমানের আমবাগানের বেড়ার পাশে ককটেল তিনটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করেথানায় নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, কেউ নাশকতা সৃষ্টির জন্য ককটেলগুলো ঘটনাস্থলে রেখে থাকতে পারে। এগুলো তাজা ও শক্তিশালী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫