মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও স্ট্যান্ড এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আলেয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের বেজগাঁও স্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করে র্যাব-১১ এর একটি দল।
আটক আলেয়া বেগম শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার মো. বারেক শেখের স্ত্রী।
র্যাব-১১, সিপিসি-১ মুন্সীগঞ্জ ক্যাম্পের এএসপি মংনেথোয়াই মারমা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় আলেয়াকে শ্রীনগর থানায় হস্তান্তর ও মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫