পাবনা: পাবনা সদর উপজেলার মির্জাপুর গ্রামে ইঞ্জিন চালিত করিমন গাড়ির চাপায় সাদিয়া খাতুন (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রূপম বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে দাপুনিয়া-পাকশী সড়কে মির্জাপুর এলাকায় বাড়ির সামনে রাস্তা পারাপার হওয়ার সময় সাদিয়া করিমন গাড়ির চাপা পড়ে। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই সে মারা যায়।
পাবনা সদর থানার ডিউটি অফিসার পুলিশের উপ পরিদর্শক (এসআই) চায়না পারভীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে বিস্তারিত কিছু বলতে পারব না।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫