ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টাইগারদের জন্য খুলনায় আগুয়ান-৭১ এর পতাকা যাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
টাইগারদের জন্য খুলনায় আগুয়ান-৭১ এর পতাকা যাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনায় খুলনায় পতাকা যাত্রা ও মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘আগুয়ান-৭১’।

বুধবার (২৫ ফেব্রæয়ারি) বিকেলে নগরীর দৌলতপুরে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।



কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা এল কে টখি, দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুল হক, নাট্যকার দেবাশীষ চক্রবর্তী, খুলনা সাহিত্য পরিষদের সভাপতি আলী কাশেম প্রমুখ।

৬০ গজ দীর্ঘ বাংলাদেশের পতাকা হাতে মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় ক্রিকেট দলের মঙ্গল কামনায় সবার উচিত বাংলাদেশের পতাকা ওড়ানো। লাল সবুজের এ পতাকা আমাদের অহংকার। আমরা কারণে-অকারণে ভিনদেশিদের পতাকা ও জার্সি ব্যবহার করি, কিন্তু আমাদের জাতীয় দলকে প্রেরণা দিতে নিজেদের পতাকাই ব্যবহার করি না।

তারা সবাইকে টাইগারদের উৎসাহ দিতে বাংলাদেশের পতাকা ওড়ানোর আহবান জানান।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।