রাজশাহী: রাজশাহীর চারঘাটে যাত্রীবাহী বাসে ককটেল হামলায় দু’জন আহত হয়েছেন।
আহতরা হলেন, মোজাম্মেল হক ও লালন আলী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাটের লিলি সিনেমা হলের কাছে এ ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাজশাহী থেকে রাব্বি পরিবহনের (সিলেট-জ-১১-০৬৩০) বাসটি বাঘার উদ্দেশ্যে যাচ্ছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাটের লিলি সিনেমা হলের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে বাসটিকে লক্ষ্য করে দু’টি ককটেল ছুড়ে মারে হরতালকারীরা।
ককটেল দুটি বাসের ভিতরে না পড়ে বাইরে জানালায় লেগে নীচে বিস্ফোরিত হয়। এতে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা পান যাত্রীরা। আহত মোজাম্মেল ও লালনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫