ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ইএফপি'র প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ইএফপি'র প্রতিষ্ঠাতা সদস্য মনোনীত বাংলাদেশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুমুখী উদ্যোগ ইক্যুয়াল ফিউচার পার্টনারশিপের (ইএফপি) আট সদস্যের পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য পদে মনোনীত হয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-কমিটির চেয়ারও নির্বাচিত হয়েছে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক বৈঠকে ইএফপির প্রতিষ্ঠাতা সদস্য পদে বাংলাদেশকে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড, পূর্ব-তিমুর ও নিউজিল্যান্ডের মধ্য থেকে বাংলাদেশকে এ গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়।

২০১২ সালে জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ঘোষণা অনুযায়ী দেশটির পররাষ্ট্র দফতরের উদ্যোগে বহুমুখী উদ্যোগের ২৬ দেশভুক্ত এ জোট যাত্রা করে।

রাজনৈতিক ও অর্থনৈতিকসহ সমাজের সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর কর‍া ইএফপি জোটের প্রধান উদ্দেশ্য। একইসঙ্গে লিঙ্গ বৈষম্য দূরীকরণে যেসব দেশ এগিয়ে রয়েছে তাদের একীভূত করাও ইএফপি'র অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।