ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে এলজিএসপি-২ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সৈয়দপুরে এলজিএসপি-২ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: জেলার সৈয়দপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এর লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-২ (এলজিএসপি-২)’র আওতায় বাস্তবায়িত গার্ড ওয়াল নির্মাণ প্রকল্পের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলীর মাঝাপাড়ায় এ সভার আয়োজন করা হয়।



এ সভায় সভাপতিত্ব করেন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছাইদুর রহমান সরকার। এ সময় গার্ড ওয়াল প্রকল্পটি উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর সৈয়দপুর যাত্রা প্রজেক্টের কর্মী মো. রিপন মণ্ডল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর যাত্রা প্রজেক্টের  প্রজেক্ট ম্যানেজার মো. গোলাম রাব্বানী, রামনাথপুর বহুমুখী নবায়ন সংঘ (আরবিএনএস) সেতু প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মো. ওবায়দুল হক, ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুরন্নবী সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মোছা. জরিফা বেগম, মো. খলিলুর রহমান খলিল, মো. লোকমান হোসেনসহ ইউপি সিটিজেন ফোরাম, ওয়ার্ড উন্নয়ন কমিটি, স্কিম সুপারভিশন ও বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
পর্যালোচনা সভায় বলা হয়, এলজিএসপি-২ প্রকল্পের আওতায় এলাকার মাঝাপাড়ায় জনসাধারণের সুবিধার্থে ৩৪ মিটার দৈর্ঘ্যের ও ৩ দশমিক ৮ মিটার প্রস্থের গার্ড ওয়াল প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। গার্ড ওয়ালটির নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ লাখ টাকা। ২০১৪ সালের ১৯ জুন থেকে ৩০ জুনের মধ্যে প্রকল্পটির কাজ সমাপ্ত হয়। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।