ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কাজিপুরে ২ বাড়িতে ডাকাতি, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
কাজিপুরে ২ বাড়িতে ডাকাতি, আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি বাজারের দুই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় ডাকাতরা এক লাখ ৭৫ হাজার টাকা ও প্রায় ১৭ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।



বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে রিফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক রিফাত কাজিপুর উপজেলার সোনামুখি এলাকার মৃত মিজানের ছেলে।

বেলা সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য গৌর সাহা বাংলানিউজকে জানান, ভোরে শৈলেন সাহা ও দিপক সাহার বাড়িতে একদল ডাকাত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা এক লাখ ৭৫ হাজার টাকা ও প্রায় ১৭ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় বাজার থেকে এক যুবককে আটক করে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান ডাকাতির চেষ্টা হয়েছিল বলে বাংলানিউজকে নিশ্চিত করলেও টাকা ও সোনার গহনা লুটের বিষয়টি অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।