ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় নিহত এসআই’র পরিবারকে আইজিপির সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মাগুরায় নিহত এসআই’র পরিবারকে আইজিপির সহায়তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরায় হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সি মশিয়ার রহমানের পরিবারকে পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকে নগদ তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির নিজ কার্যালয়ে নিহত মশিয়ার রহমানের স্ত্রী সালমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন।



এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা। সাহায্যের টাকা হাতে পেয়ে সালমা বেগম কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিয়ার রহমান।

এ সময় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি নিহত এসআইয়ের ছেলের জন্য পুলিশে চাকরির ব্যবস্থ‍া করবেন বলেও আশ্বাস দেন।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।