মাগুরা: মাগুরায় হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় ট্রাকচাপায় নিহত পুলিশের উপপরিদর্শক (এসআই) মুন্সি মশিয়ার রহমানের পরিবারকে পুলিশের মহা পরিদর্শকের পক্ষ থেকে নগদ তিন লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির নিজ কার্যালয়ে নিহত মশিয়ার রহমানের স্ত্রী সালমা বেগমের হাতে এ অর্থ তুলে দেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা। সাহায্যের টাকা হাতে পেয়ে সালমা বেগম কান্নায় ভেঙে পড়েন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে হরতাল চলাকালে দায়িত্বরত অবস্থায় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান হাজিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিয়ার রহমান।
এ সময় পুলিশের পক্ষ থেকে নিহতের পরিবারকে সব রকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন পুলিশ সুপার। তিনি নিহত এসআইয়ের ছেলের জন্য পুলিশে চাকরির ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫