ঢাকা: পর্নোগ্রাফির মামলায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালামের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে এ মামলায় হাইকোর্ট তাকে জামিন দেন।
পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতে আবেদন করলে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সালামের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।
তবে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলায় আটক থাকায় মুক্তি পাচ্ছেন না আব্দুস সালাম।
গত ৫ জানুয়ারি রাতে ইটিভি কার্যালয়ের সামনে থেকে আব্দুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ক্যান্টনমেন্ট থানায় দায়ের পর্নোগ্রাফির এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫