সিলেট: সিলেটে মাথায় আঘাত করে খুলি উপড়ে দিয়ে আব্দুল আলী (৩০) নামের এক সবজি ব্যবসায়ীকে হত্যা করেছে দুবৃর্ত্তরা। হত্যার পর তার লাশ রাস্তার পাশের হাওরের একটি জমিতে ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লাসোমারা হাওরের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল আলী নগরীর দক্ষিণ সুরমার কামালবাজারের বটরমূল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় আব্দুল আলী বুধবার দুপুরে লালশাক বিক্রি করতে সিলেট নগরীতে যান বলে জানায় তার পরিবার সূত্র।
রাতে না ফেরায় পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেন। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমার হাজরাই সংলগ্ন লাসোমারা হাওরে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যালের মর্গে পাঠায়।
খবর পেয়ে মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মুশফেক আহমদসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা ধারালো ও ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে খুলি উড়িয়ে দিয়েছে।
নিহতের চাচাতো বোন রুজেনা বেগম জানান, প্রায় দুই বছর আগে একইভাবে আব্দুল আলীর ছোট বোন সাজনা বেগমকে ঘরে ঢুকে হত্যা করে এক প্রতিবেশী।
এনিয়ে পাশ্ববর্তী বাড়ির বাসিন্দাদের সঙ্গে মামলাও চলে আসছিলো।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫