ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে যুবককে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
গোদাগাড়ীতে যুবককে গলা কেটে হত্যা ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে জেম হেমব্রম (২২) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার আমতলিপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।



বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় অয়মি হাসদা নামের এক গৃহবধূকে আটক করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বাংলানিউজকে জানান, অয়মি হাসদার সঙ্গে নিহত যুবক জেমের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। বুধবার গভীর রাতে অয়মির স্বামীর অনুপস্থিতে জেম তার বাড়িতে যায়। এরপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জেমকে হত্যা করে।

ওসি আরও জানান, এ ঘটনায় গৃহবধূ অয়মিকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।