ফেনী: ফেনীর ছাগলনাইয়া নেশার টাকা দিতে না পরায় মা জাহানারা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে হত্যা করেছেন মাদকাসক্ত ছেলে আরিফুল ইসলাম (২২)।
বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জাহানারা বেগম ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী গ্রামের ফিরোজ আহম্মদের স্ত্রী।
মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম বাংলানিউজকে জানান, ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী গ্রামের ফিরোজ আহম্মদের মাদকাসক্ত ছেলে আরিফুল ইসলাম গত সোমবার বিকেলে তার মা জাহানারা বেগমের কাছে নেশার টাকা চান। এ সময় তিনি টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন।
এতে আরিফ ক্ষিপ্ত হয়ে মাকে ‘দা’ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। স্বজনরা তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জাহানারা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ঘটনার পর থেকে ছেলে আরিফুল ইসলাম পলাতক।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী বাংলানিউজকে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫