ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

তথ্য চুরি করলে আইসিটি আইনে মামলা করবে ইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
তথ্য চুরি করলে আইসিটি আইনে মামলা করবে ইসি

ঢাকা: অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সংক্রান্ত যে কোনো বিষয়ে কারো ব্যক্তিগত তথ্য চুরি করলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আসিটি) আইনে মামলা করবে নির্বাচন কমিশন (ইসি)।
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ একথা বলেন।


 
তিনি বলেন, অনলাইনে জাতীয় পরিচয়পত্রের সেবা বুধবার আনুষ্ঠানিকভাবে চালু করেছে নির্বাচন কমিশন। এ সেবা পাওয়ার জন্য নাগরিককে তার কিছু ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন করতে হয়। এক্ষেত্রে কেউ অন্যের তথ্য চুরির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে তা জব্দ করলে, সে ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হবে।
 
ইসির ওয়েবসাইটে একসেস পাওয়া যাচ্ছে না সাংবাদিকদের এমন অভিযোগের প্রেক্ষিতে এই সামরিক কর্মকর্তা বলেন, এমন তো হওয়ার কথা নয়। গতকাল আগারগাঁওয়ে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এনআইডির সার্ভারটি অস্বাভাবিকভাবে বন্ধ করে রাখা হয়েছিলো। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আবার সচল করা হয়েছে।
 
এতে দুপুর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করে নিজের একাউন্ট করেছেন ৭ হাজার ১১০জন। আর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আবেদন করেছেন ৮৭৯ জন। কাজেই এটা চালুই আছে-যোগ করেন তিনি।
 
এসময় ইসির কম্পিউটারে ওয়েব সাইটের সমস্যা হওয়ার বিষয়টি তার নজরে আনা হলে সুলতানুজ্জামান বলেন, আমাদের সার্ভারটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সার্ভারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে। কাজেই বিসিসিতে কোনো ঝামেলা হচ্ছে কি না, সেটা আজকেই খতিয়ে দেখা হবে। কোনো সমস্যা যদি থেকেও থাকে তবে অনলাইন সেবাটি পূর্ণাঙ্গ সচল হতে আরো দু একদিন লাগবে। এছাড়া তাৎক্ষণিক সমস্যার সমাধান দিতে শিগগিরই একটি হেল্প ডেস্ক চালু করা যাবে। হেল্প ডেস্কের নম্বরটিও ইসির ওয়েবসাইটেই দিয়ে দেওয়া হবে।
 
তিনি বলেন, গতকাল অনেকেই আগ্রহ নিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। ফলে সার্ভারের ওপর চাপ হওয়ায় সার্ভার ডাউন করা হয়েছিলো।

অনালইনে আবেদন করার পর একদিনে কতজন স্বাক্ষাতকারের জন্য সময় পাবেন এমন প্রশ্নের জবাবে সুলতানুজ্জামান বলেন, এটা আসলে রিকোয়েস্টের উপর নির্ভর করে। তবে আনলিমিটেড রেজিস্ট্রেশন করা যাবে।

এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইসির সরবরাহ করা তথ্যে ওয়েবসাইটের ঠিকানা ভুল ছিলো উল্লেখ করে তিনি বলেন, ভোটারদের প্রথমে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট www.ec.org.bd এ প্রবেশ করতে হবে। পরে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে চারটি ধাপে তথ্য পূরণ এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।