ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাত বছরের শিশু ধর্ষণের ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার কায়েমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাসিন্দা শিশুটির বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা ও শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি তার মায়ের সঙ্গে কসবার পুরাতন বাজারে আসে। এসময় শিশুটিকে কৌশলে বাজারের আলু পট্টি গোডাউনের পেছনে নিয়ে যায় একই এলাকার বগাবাড়ি গ্রামের ভাসানি মিয়ার ছেলে কিবরিয়া মিয়া (২০)। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মাঈন উদ্দিন জানান, এ ঘটনার পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫