ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
সিরাজগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করা হয়েছে।  
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে কালেক্টরেট ভবন চত্বরে এসব ধ্বংস করা হয়।

 
 
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৫ হাজার ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ কেজি ৭৫০ গ্রাম গাঁজা।
 
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার (পিপিএম), পুলিশ সুপার এস এম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, মোক্তার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার উল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি নাসির উদ্দিন প্রমুখ।  
 
কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, পুলিশ ম্যাজিস্ট্রেসির উদ্যোগে জেলার বিভিন্ন থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।