নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শিশু মরিয়মকে (৪) পানিতে ডুবিয়ে হত্যা করেছেন তার সৎ মা। নিজের সন্তান হত্যার প্রতিশোধ নিতেই মরিয়মকে হত্যা করেছেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তিও দিয়েছেন শিশুটির সৎ মা নিলুফা।
এ ঘটনায় নিলুফাকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চম্পকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ শিশু মরিয়মের মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহমেদ জানান, বুধবার সন্ধ্যা ৭টার পর নিলুফা তার সৎ মেয়ে মরিয়মকে বেড়ানোর কথা বলে একই এলাকার জাঙ্গালিয়া ব্রিজের নিচে নিয়ে আসেন। পরে মরিয়মকে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন।
বৃহস্পতিবার সকালে শিশু মরিয়মের মরদেহ নদীতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে সৎ মা নিলুফাকে আটক করে পুলিশ।
নিলুফার বরাত দিয়ে এসআই তানভীর আহমেদ বাংলানিউজকে জানান, ৭/৮ মাস আগে নিলুফা একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটি জন্মের একদিন পরে নিলুফার সতীন সাহিদা জ্বরের ওষুধ খাওয়ানোর কথা বলে বিষ খাইয়ে ওই শিশুকে হত্যা করেন। নিজের সন্তান হত্যার প্রতিশোধ নিতেই তিনি শিশু মরিয়মকে হত্যা করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫