ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
পিকআপ চালক মোহাম্মদ দুলাল জানান, পিকআপ চালিয়ে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় কয়েকজন আমার গাড়ি থামিয়ে বলেন, এই বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি একাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বৃদ্ধের পরনে পায়জামা-পাঞ্জাবি রয়েছে। তার কাছে কিছু কাগজ-পত্রও পাওয়া গেছে। সেসব থেকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫