গাইবান্ধা: গাইবান্ধায় আব্দুস সাত্তার (৬০) নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুস সাত্তার জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা।
কারাসূত্র জানায়, ২০১৩ সালের শেষের দিকে জমি সংক্রান্ত বিরোধের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন আব্দুস সাত্তার।
বুধবার সকালে তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। কারাকর্তৃপক্ষ তাৎক্ষণিক তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আবুল আজাদ মণ্ডল বাংলানিউজকে বলেন, বিকেলে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫