মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্বে করেন উপজেলা মহিলা ভাইসচেয়াম্যান লাইলা আরজুমান বানু।
সেখানে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবুল আমিন, পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তেঁতুবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, ষোলটাকা ইউয়িন চেয়ারম্যান আইয়ূব আলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মু. আলম হুসাইন, রাইপুর ইউনিয়ন চেয়ারম্যান আলফাজ উদ্দীন কালু, গাংনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মহন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক শফি কামাল পলাশ, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) প্রকৌশলী দিলিপ কুমার সেন, উপজেলা প্রকৌশলী বাছেদ আলী, উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার নাছিমা খাতুন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, নির্বাচন অফিসার গোলাম সারোয়ার, পল্লী উন্নয়ন অফিসার (বিআরডিবি) জামিলুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা খাদ্য অফিসার আয়েশা খাতুন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫