গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে ফেনসিডিলসহ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর উড়িয়ারঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নয়নবাড়ি গ্রামের সাহেব আলীর ছেলে লিটন মিয়া (২০), একই জেলার গন্ডপা গ্রামের হাতেম আলীর ছেলে এমদাদুল হক (২০) ও আব্দুল সালামের ছেলে শাকিল হাসান (১৯)।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫