বেনাপোল (যশোর): যশোরের শার্শায় সুমন (২২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নাভরণ কাজিরবেড় গ্রামে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
সুমন ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে সুমন বুধবার সন্ধ্যায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুর রহিম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫