রংপুর: নারীর প্রতি সহিংসতা, নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা নগরীর আরডিআরএস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কেয়ার বাংলাদেশ সৌহার্দ্য কর্মসূচির আয়োজনে ইউএস এইড-এর সহযোগিতায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কেয়ারের সৌহার্দ্য কর্মসূচি প্রোগ্রামের কো-অর্ডিনেটর সুব্রত কুমার সাহা।
আলোচনায় অংশ নেন রংপুর জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ জান্নাতুল লিলিফা আকতার জাহান, মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন, জেলা মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার লায়লা আকতার বানু, আইন সহায়তা কেন্দ্রের আমিনুর রহমান রুবেল, মহিলা পরিষদ সদস্য মারহামাতু নেছা প্রমুখ।
মতবিনিময় সভায় বলা হয়, নারী পুরুষের বৈষম্যের কারণে নারীরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। মানুষের অসচেতনতার কারণে তালাক, যৌতুক, বাল্য বিবাহ, বহু বিবাহ, ধর্ষণ, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ, খুন, নারী পাচার ও ফতোয়ার মতো ঘটনা ঘটছে।
সভায় আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীরা সর্বত্র নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারী ও পুরুষের সমান অধিকার থাকলেও আমাদের দেশের নারীরা সেই সম অধিকার পাচ্ছে না।
নারী পুরুষের সমঅধিকার থাকলে নারীর প্রতি সহিংসতা কমে যাবে বলে মতবিনিময় সভায় বলা হয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫