যশোর: যশোরের কেশবপুরে চার মেট্রিক টন ভেজাল সার ধ্বংস ও জরিমানা আদালত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ রায়হান কবীর এ আদালত পরিচালনা করেন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরীফ রায়হান কবীর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উপজেলা শহরের মধুসড়কে এম এইচ ট্রেডার্স ও সোনালী কৃষি ভাণ্ডারে অভিযান চালিয়ে প্রায় ৪ টন ভেজাল সার উদ্ধার করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক হোসেন আলীর কাছ থেকে ২০ হাজার ও সোনালী কৃষি ভাণ্ডারের মালিক মফিজুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পরবর্তীতে কেশবপুর কৃষি অফিসের পেছনে নির্বাহী ম্যাজিট্রেট শরীফ রায়হান কবীরের উপস্থিতিতে উদ্ধারকৃত ৪ টন ভেজাল সার বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাশ, মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫