ঢাকা: সরকার মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রিসে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পেশাদার কূটনীতিক সরকার মোহাম্মদ জসিম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি দিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি এবং ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
সরকার মোহাম্মদ জসিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকেও এমএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এনডিসি কোর্সও সম্পন্ন করেন তিনি।
এর আগে গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন গোলাম মোহাম্মদ। যৌন হয়রানির অভিযোগে তাকে দেশে ফিরিয়ে আনে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৎ
জানা যায়, আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর গ্রিস অফিসে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত এক গ্রিক নারীকে যৌন হয়রানি করেন গোলাম মোহাম্মদ। এরপর সংস্থাটির মাধ্যমে ওই নারী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত আগস্টে গ্রিসে গিয়ে তদন্ত শেষে ওই কমিটির দেওয়া প্রতিবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নেয়া হয়৷
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫