ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
চাঁদপুরে কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৪৫

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর লালপুর ও মনোহরখাদি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু-নারীসহ অন্তত ৪৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে।



আহতদের মধ্যে কয়েকজনকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন- মামুন (৮), ইমরান (৬), আরিফা (৬), মিম (৭), নাইম (২০),  রাজন (১৪), জনি (১৪), খুশি আক্তার (১২), সাবেদা বেগম (৫৫), রীনা বেগম (৩৮), রেখা বেগম (২০), ছকিনা বেগম (৪৫), বিলকিছ বেগম (২৫), নিলুফা বেগম (৪০), মাহমুদা বেগম (২৮), মারফত আলী  বেপারী (৬৫), নুর মোহাম্মদ (৫৮), সোহেল (২২), সালমান (৫৫),  ইমরান (২৫), মমতাজ বেগম (৪০), ফাতেমা বেগম (৩৬), আবু তালেব (৩০), শিউলী বেগম (২৮), আ. ছাত্তার (২২), নূরে আলম (২৪)। এছাড়া  বাকিদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয় ও আহতরা জানান, একটি পাগলা কুকুর বিষ্ণুপুর গ্রামে প্রথমে একটি শিশুকে কামড়া দেয়। পরে বিষ্ণুপুর, লালপুর ও মনোহরখাদি এ গ্রামে শিশু-নারীসহ অন্তত ৪০জনকে কামড় দিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বিধায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া  হয়েছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজমুল আবেদিন বাংলানিউজকে জানান, কুকুরে কামড়ানো রোগিদের জলাতঙ্ক প্রতিরোধক ইনজেকশন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।