ঢাকা: বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক বন্ধন আরও দৃঢ় করতে দ্বিপক্ষীয় আলোচনার দ্বিতীয় রাউন্ড ১ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আলোচনায় সুইজারল্যান্ডের পক্ষে দেশটির পররাষ্ট্র দফতরের সহকারী উপ-সচিব রাষ্ট্রদূত জোহানেস ম্যাটেসে এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (দ্বি-পক্ষীয়) মিজানুর রহমান নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
বৈঠকে দুইদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি উভয়ের মধ্যে অর্থনৈতিক, বিনোয়োগ, উন্নয়ন এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও শক্তিশালীকরণ বিষয় আলোচিত হবে।
আলোচনায় স্থান পাবে সম্ভাবনাময় নতুন ক্ষেত্র নবায়নযোগ্য জ্বালানির বিষয়টিও।
এর আগে ২০১৩ সালে ঢাকায় বাংলাদেশ-সুইজারল্যান্ডের মধ্যে রাজনৈতিক বন্ধন শক্তিশালীকরণ বিষয়ে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে আলোচনায় যোগ দিতে রাষ্ট্রদূত ম্যাটেসের নেতৃত্বে সুইজারল্যান্ড প্রতিনিধি দল ২৭ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে বলে ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, চারদিনের সরকারি সফরে ম্যাটেসে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া সুশীল সমাজের ব্যক্তি ছাড়াও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রদূত ম্যাটাসে।
সফরকালে সুইস অর্থায়নে বাস্তবায়িত বরগুনায় একটি প্রকল্প পরির্দশনে যাওয়ার কথা রয়েছে ম্যাটাসের।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫