মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কামারখাড়া ইউনিয়ন পরিষদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ সুখেন চন্দ্র ব্যানার্জি, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মালেক, ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, দিঘিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান আরিফ হোসেন হাওলাদার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাদল খান, টঙ্গিবাড়ী প্রেসক্লাব সভাপতি ব.ম শামীম প্রমুখ।
এ সময় কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সুশীল সামজের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫