জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মধ্যঝাউগড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জিমি আক্তার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত জিমি মধ্যঝাউগড়া গ্রামের জিয়াউল হকের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল থেকে জিমিকে পাওয়া যাচ্ছিল না। অনেক জায়গায় খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে ডুবুরি এসে বাড়ির পাশের পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হিল্লোল সরকার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫