ঢাকা: উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা সভায় প্রতিমন্ত্রী প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের মানসম্মত প্রশিক্ষণ ও নিয়মিত মাঠ পর্যায়ে প্রকল্প এলাকা পরিদর্শনের জন্যও নির্দেশনা দেন।
একই এলাকায় অন্য মন্ত্রণালয়ের একই ধরনের প্রকল্প না নেওয়ার জন্য প্রকল্প কর্মকর্তাদের প্রতি দিক-নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
তিনি বর্তমান সরকারের চলমান ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পটিকে আরো দক্ষতা ও দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে পল্লীবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার কথা বলেন।
সভায় জানানো হয়, বর্তমান অর্থ বছরে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা এক হাজার ২৪৯ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ২৯টি প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি প্রায় ৪০ শতাংশ।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব এম এ কাদের সরকার ছাড়াও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫