রাজশাহী: রাজশাহীর চারঘাটের হলিদাগাছিতে যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এসময় কমপক্ষে পাঁচযাত্রী আহত হন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারঘাটের অনুপমপুর গ্রামের মাসুদুল আলম (৪০), সরদহ থানাপাড়া গ্রামের তৌহিদুল ইসলাম (২২) ও বগুড়া সদর থানার হাজরাদিঘী এলাকার আবুবক্কর সিদ্দিকের (৪৫) নাম পাওয়া গেছে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বাঘাগামী যাত্রীবাহী বাস জেসিকা পরিবহন হলিদাগাছী রেলগেটের অদূরে আশ্রয়ণ প্রকল্পের কাছে দুর্বৃত্তদের হামলার শিকার হয়।
এসময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অনেকেই আহত হন। এর মধ্যে পাঁচজন বেশি আহত হওয়ায় তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মোক্তারপুর গ্রামের রাহিমের ছেলে আ. খালেককে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫