ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় লঞ্চডুবি

ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫ ছবি: প্রতীকী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়ায় লঞ্চডুবির চারদিন পর ব্র্যাক কর্মকর্তা মোস্তফা মেহফুজের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার এলাকার পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মেহফুজের বাড়ি বগুড়ার গাবতলীতে।

পাটুরিয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি) গোলাম মোরশেদ খাইরুল্লাহ বাংলানিউজকে জানান, দুপুরে দোহার থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে পাটুরিয়ায় জেলা প্রশাসকের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করে। খবর পেয়ে নিহতের স্বজনেরা থানায় গিয়ে তাকে সনাক্ত করে। পরে স্বজনদের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়।

চাকরির কারণে তিনি ঢাকার বাসাবোতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি ব্র্যাকের অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

এঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭৯ জনে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ যাত্রী।  
 
এদিকে, সরকারি তালিকায় এখনো যারা নিখোঁজ রয়েছেন তারা হলেন, নড়াইলের লোহাগড়া উপজেলার লক্কাচর গ্রামের হাসেম মিয়ার স্ত্রী শাহেদা বেগম, একই জেলার কলাবাড়িয়া গ্রামের আইয়ুব আলী ফকিরের স্ত্রী আনোয়ারা বেগম, রাজবাড়ি জেলার নগরকান্দা গ্রামের গণি শেখের ছেলে ইউসুফ আলী ও রাজবাড়ির সেকেন আলীর স্ত্রী আমিরুননেছা, একই জেলার খাজা মিয়া ও মহিউদ্দীন শেখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।