গাজীপুর: গাজীপুরের ভোগড়া এলাকার জাজর গ্রামে গ্রামীণফোন কোম্পানির আঞ্চলিক সুইচরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সুইচরুমের ভেতরে আগুন লাগে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করেন এসআই।
গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সুইচরুমের ৫তলা ভবনের ছাদে জেনারেটর রুমে ও ৪তলার একটি রুমে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে গাজীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
সারা দেশে গ্রামীণফোনের ৭টি সুইচরুম আছে। গাজীপুরের সুইচরুম এর মধ্যে অন্যতম।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫