ঢাকা: বেসরকারিভাবে চলতি (২০১৫) বছর ৯১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রীর ৫টি পর্যায়ে মোট এক হাজার ১২৫টি এজেন্সিকে বৈধ হিসেবে তালিকাভুক্ত করেছে ধর্ম মন্ত্রণালয়।
একই সঙ্গে গত ২২ ফেব্রুয়ারি সৌদি কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ৬৭টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট সবাইকে মন্ত্রণালয় অবহিত করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের হজ শাখা কমিটি এসব তথ্য উপস্থাপন করে।
কমিটি সূত্রে জানা যায়, ২০১৪ সালের হজে বিভিন্ন হজ এজেন্সিকে বাংলাদেশ এবং সৌদি আরবে উত্থাপিত প্রতারণা ও অনিয়মের অভিযোগের বিরুদ্ধে রিভিউসহ শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ২৭টি এজেন্সির বিরুদ্ধে এক লাখ টাকা, ১৩টি এজেন্সির বিরুদ্ধে দুই লাখ টাকা ও ছয়টি এজেন্সির বিরুদ্ধে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৮টি এজেন্সিকে বিভিন্ন পরিমাণে জরিমানা, জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, ফৌজদারী মামলা রজু ও লাইসেন্স স্থগিত করা হয়েছে। অভিযোগ থেকে অব্যহতি দেওয়া হয়েছে ১৮টি এজেন্সিকে।
বৈঠক সুত্রে জানা যায়, সরকার ঘোষিত ১ মার্চ ২০১৫ নির্ধারিত সময়ের মধ্যে চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রী সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ের পর প্রকৃত সংখ্যা জানা যাবে বলেও কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়।
বৈঠকে হজের সফলতার সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সফলতা তথা সরকারের সফলতা নির্ভর করে, এ মর্মে ঐকমত্য পোষণ করা হয়। হজ নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে, সে বিষয়ে মন্ত্রণালয়কে সার্বক্ষণিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও হজ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।
বৈঠকে হজে গমনেচ্ছু হাজিরা যাতে কোনোভাবেই প্রতারিত না হন, সেজন্য সৌদি সরকাররের কালো তালিকাভুক্ত ৬৭টি হজ এজেন্সির তালিকা সংবাদ মাধ্যমে প্রচারের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি বজলুল হক হারুনের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আসলামুল হক, এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, মোহাম্মদ আমীর হোসেন ও দিলারা বেগম বৈঠকে অংশ নেন।
এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড.চৌধুরী মো. বাবুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫