ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা আ’লীগ সভাপতি হারুন ও সা. সম্পাদক সুজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
খুলনা জেলা আ’লীগ সভাপতি হারুন ও সা. সম্পাদক সুজা

খুলনা: খুলনা জেলা আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি শেখ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা পুনরায় একই পদে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে কাউন্সিল অধিবেশন শেষে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।



এর আগে, দুপুর ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাবেক খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ স্থানীয় এমপিরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সুজা।

২০০৪ সালের ১৭ জানুয়ারি দলটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে শেখ হারুনুর রশিদ সভাপতি ও এস এম মোস্তফা রশিদী সুজা সাধারণ স¤পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

** খালেদাকে বাকি জীবন কারাগারে কাটাতে হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।