ফেনী: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দেবীপুরের লক্ষীয়ারা এলাকায় বাসচাপায় জুয়েল নামে ৭ম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জুয়েল লক্ষীয়ারা হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র ও লক্ষীয়ারা বাজেরর ব্যবসায়ী আনোয়ার হোসেনের ছেলে।
ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালেহ আহম্মদ পাঠান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরে মাদ্রাসাছাত্র জুয়েল বাইসাইকেলে ফিরছিলেন। এসসময় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসা তাকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫